তমলুকে আজ থেকে শুরু হল লকডাউন
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: পৌরসভা ও প্রশাসন এর নির্দেশে আজ থেকে তমলুক শহরে কমপ্লিট লকডাউন। শুধুমাত্র মানুষের দরকার এর জন্য সোম, বুধ, শুক্র সকাল ৭ টা থেকে ১০ টা পর্যন্ত জরুরি কিছু দোকান খোলা থাকবে। ও রবিবার সকাল ১১ টা পর্যন্ত খোলা। পরবর্তী সময় গুলিতে কমপ্লিট লকডাউন। আজ থেকে ১০ দিন এর জন্য এই নিয়ম হলেও অনেকেই দোকানপাট খোলা রেখেছেন, অযথা বেড়াচ্ছেন, মাস্ক ছাড়া বেড়াচ্ছেন তাই অভিযান এ নামলো তমলুক থানা। আজ সকাল ১১ টা থেকে তমলুক শহরে লকডাউন সার্থক করতে চলছে পুলিশের অভিযান ।
No comments