Recent comments

ads header

Breaking News

পূর্ব বর্ধমান জেলায় উদ্বোধন হল ডিস্ট্রিক্ট পুলিশ ওয়েলনেস সেন্টার

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পুলিশ ডাইরেক্টর  এর  নির্দেশে পূর্ব বর্ধমান জেলায় ডিস্ট্রিক্ট ওয়েলনেস সেন্টারের শুভ উদ্বোধন করা হল বৃহস্পতিবার। মূলত মানসিক অবসাদগ্রস্ত ও যারা অতিরিক্ত মাদকাসক্ত রয়েছেন সেইসব পুলিশকর্মীদের কাউন্সিলিং এর জন্যই খোলা হয়  এই সেন্টার। পুলিশ লাইন চত্বরে ফিতে কেটে ডিস্ট্রিক্ট ওয়ালনেস  সেন্টারের শুভ উদ্বোধন করা হয়। সপ্তাহে তিন দিন এখানে থাকবেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসক। জেলার বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিকরা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের সপ্তাহে তিনদিন কাউন্সেলিং করানো হবে। এদিনের উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন,  বর্ধমান জেলার এসপি ভাস্কর মুখার্জি, ডিএসপি সৌভিক পাত্র, পবিত্র কুমার বারিক সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।  সাংবাদিকদের মুখোমুখি হয়ে  বর্ধমান জেলার পুলিশ সুপার ভাস্কর মুখার্জী  বলেন, " ডিস্ট্রিক্ট ওয়েলনেস সেন্টার আজ থেকে শুরু করতে চলেছি। পুলিশ ডাইরেক্টরের কাছ থেকে নির্দেশিকা পেয়েছি, আর তার ভিত্তিতেই ডিস্ট্রিক্ট ওয়েলনেস সেন্টারের আজ শুভারম্ভ করা হলো। আমরা খুব আশাবাদী এই সেন্টারের মাধ্যমে রেজাল্ট পাওয়া যাবে"।

No comments