সরকারি নির্দেশ সত্বেও লোকসানের আশঙ্কায় স্টান্ডেই দাঁড়িয়ে বহু বাস
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: বর্ধমান কলকাতা রুটে সরকারি বাস চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। বর্ধমানের নবাবহাট বাসস্ট্যান্ড থেকে কলকাতাগামী একের পর এক বাস চলাচল করছে। অপরদিকে সরকারি বাস চলাচল অনেকটাই স্বাভাবিক হলেও বেসরকারি বাস খুবই কম দেখা মিলছে। পূর্ব বর্ধমানের জামালপুর বাসস্ট্যান্ড এ বহু বেসরকারি বাস দাঁড়িয়ে থাকতে দেখা দিয়েছে। হাতেগোনা কয়েকটি বাসকে এই রুটে চলতে দেখা গেলেও অধিকাংশ বাস দাঁড়িয়ে আছে পূর্ব বর্ধমানের জামালপুর বাসস্ট্যান্ড এ। বাসে আশাতীত যাত্রী না হওয়ায় সেই কারণে লোকসান হবে বুঝেই বাস মালিকরা রাস্তায় নামাতে চাইছেন না বাস। তবে পূর্ব বর্ধমানের দুটি বাসস্ট্যান্ড, কালনা বাসস্ট্যান্ড বা মেমারি বাসস্ট্যান্ড থেকে বেশ কয়েকটি বেসরকারি বাস চলাচল করছে। বেসরকারি বাস পথে নামাতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন যাত্রী পরিষেবা যাতে কোনো ভাবেই ব্যাহত না হয় সেই লক্ষ্যে। অপরদিকে লোকসান এর দিকে চিন্তা ভাবনা করেই স্ট্যান্ডে দাঁড়িয়ে বহু বেসরকারি বাস।
No comments