১০০ দিনের কাজের টাকা কম দেওয়ার অভিযোগে প্রধানকে ঘেরাও করল গ্রামবাসীরা
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের খন্যাডিহি গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে ১০০ দিনের কাজের টাকা কম দেওয়ার অভিযোগ তুলল এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ যে খোনাডিহি গ্রাম পঞ্চায়েত এলাকার রায়চক গ্রামের ১০০ দিনের কাজ করার পর জব কারে কোনোবারে ১৮১ টাকা কোনোবারে ১৫১ টাকায় নেমে যায়। অন্যান্য জায়গায় সরকারি নিয়মে ২০৪ টাকা পেলেও খোনাডিহি গ্রামে ১০০ দিনের কাজ করে দিনের পর দিন কম টাকা পাওয়ার অভিযোগ তুলে গ্রামবাসীরা। আজ খন্যাডিহিঅঞ্চল প্রধান সুপ্রিয়া পাঁজা কে ঘেরাও করে এলাকাবাসীরা। গ্রাম পঞ্চায়েত প্রধানের অভিযোগ যে 100 দিনের কাজে কোন হাত নেই অঞ্চল প্রধানের । মেজারমেন্ট অনুযায়ী টাকা আছে । 151 টাকার কাজ করে 204 টাকা চাইছে । বিজেপি বাদ থেকে লোক এনে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন পঞ্চায়েত প্রধান ও অঞ্চল তৃণমূল সভাপতি ।ঘটনাস্থলের কোলাঘাট ব্লকের জয়েন্ট বিডিও কোলাঘাট বীটহাউস থানার পুলিশ আছে। এবং এলাকাবাসীকে সরিয়ে দেন। চাপা উত্তেজনা সৃষ্টি হয়ে খন্যাডিহি গ্রাম পঞ্চায়েত এলাকায়।
No comments