Recent comments

ads header

Breaking News

বসিরহাটে শহীদ জওয়ানদের স্মরণ, চিনা দ্রব্য বর্জন ও জিং পিং এর কুশপুতুল দাহ এবিভিপির

সৌভিক সরকার, নিউজ অনলাইন: 
বসিরহাট মহকুমার এবিভিপি রাজ্য কমিটির সদস্য সন্ময় পাইন, বসিরহাট নগর প্রমুখ শ্বাশত গাইন, নগর ছাত্রী প্রমুখ অয়ন্তিকা ব্যানার্জির নেতৃত্বে বুকে কালো ব‍্যাজ লাগিয়ে ছাত্র-ছাত্রীরা বসিরহাট টাউন হল সংলগ্ন ইটিন্ডা রোডে শহীদ জওয়ানদের স্মরণ করে চিনা রাষ্ট্রপতি শি জিংপিং এর কুশপুতুল দাহ করে ভারতীয় সেনা হত্যার প্রতিবাদ করলো। দীর্ঘদিন ভারত-চীন সীমান্তে অবৈধ অনুপ্রবেশ করে চীনা সৈন‍্য। ভারতীয় ভূখন্ড দখলের প্রতিবাদে কয়েকবার হাতাহাতিতেও জড়িয়ে পড়ে দুই দেশের সেনা জওয়ানরা। গত ১৬ই জুন চীনা সেনারা ভোররাতে ভারতীয় জওয়ানদের ওপর নৃসংশ ভাবে আক্রমণ করে হত্যা করে। কুড়ি জন ভারতীয় জওয়ান বীরের মতো লড়াই করে শহীদ হন। তারই প্রতিবাদে বিক্ষোভকারীরা চিনা দ্রব্য বর্জন করার ডাকও দিয়েছেন। পাশাপাশি চীন থেকে আগত করোনা ভাইরাস যেভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তার নিন্দায় সরব হয় এই ছাত্র সংগঠন। সবমিলিয়ে তাদের এই আন্দোলন লাগাতার চলবে বলে জানিয়েছে ছাত্র ছাত্রীরা। যেভাবে চীনা সৈন‍্য নৃশংস ভাবে হত্যা করেছে সীমান্তের জওয়ানদের, তার জন‍্য ধিক্কার ও নিন্দা জানিয়েছে বিশ্বের অধিকাংশ দেশ। পাশাপাশি তারা চিনা দ্রব্য বর্জন করার আহ্বানও জানিয়েছেন ভারতবাসীকে।

No comments