Recent comments

ads header

Breaking News

লাদাখ সীমান্তে চীনের হামলার প্রতিবাদে কলকাতার চীনা কনস্যুলেটের সামনে এবিভিপির বিক্ষোভ

সৌভিক সরকার, নিউজ অনলাইন: লাদাখের ভারত- চীন সীমান্তে ভারতীয় সেনা বাহিনীর উপর যে হামলা চালানো হয়েছে তার প্রতিবাদে আজ সল্টলেকে ই.সি. ব্লকে চাইনিজ কনস্যুলেট জেনারেল ভবনের সামনে এবিভিপি এর ছাত্র সংগঠনের বিক্ষোভ।


বেশ কয়েকদিন ধরে লাদাখের ভারত- চীন সীমান্তে ভারতীয় সেনা বাহিনীর উপর যেভাবে আক্রমণ করছে চীন সেনারা তারই প্রতিবাদে আজ সল্টলেকে ইসি ব্লকের চাইনিজ কনস্যুলেট জেনারেলের ভবনের সামনে এবিভিপি ছাত্র ছাত্রীদের বিক্ষোভ। 

এবিভিপির ন্যাশনাল সেক্রেটারি সপ্তর্ষি সরকার জানান, চীনের আগ্রাসনের প্রতিবাদে এবং চাইনিজ দ্রব্য ব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছে এবিভিপি। চীন যতদিন না তাদের আগ্রাসী মনোভাব থেকে সরছে ততদিন রাজ্যের বিভিন্ন জায়গায় এধরনের আন্দোলন চলবে।

No comments