শিলিগুড়ির বিধাননগরে শশ্নান ঘাটের কাজের শিলান্যাস করলেন মহকুমা পরিষদের বিরোধী দলনেতা
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
শনিবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের বেদানগছে শশ্নান ঘাটের কাজের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ। এছাড়া এদিন উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার ইঞ্জিনিয়ার সুপ্রিয় মন্ডল,ফাঁসিদেওয়ার পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মামলা কুজুর সহ আরও অনেকেই। এই বিষয়ে শিলিগুড়ি মহকুমার বিরোধী দলনেতা কাজল ঘোষ বলেন যে ওই এলাকার স্থানীয়দের দীর্ঘদিনের দাবি যে শশ্নান ঘাট তৈরি করে দেওয়া। সেই দাবি মেনেই এদিন কাজের শিলান্যাস করা হল। এবং এক মাসের মধ্যেই কাজটি শেষ হয়ে যাবে। এর পাশাপাশি তিনি আরও বলেন যে আমরা সব ধর্মের মানুষদের নিয়ে আমরা চলতে চাই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর সকলের ভরসা আছে তাই আমরা মানুষের উপকারের জন্য কাজ করে যাচ্ছি। অপরদিকে শশ্নান ঘাটের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা।
No comments