সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর শোকে আত্মঘাতী শিলিগুড়ির এক কিশোর
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর শোকে আত্মঘাতী এক কিশোর । মৃতের ওই কিশোরের বাড়ি শিলিগুড়ির ঝংকার মোড় এলাকায়। সে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ক্লাস সিক্সের ছাত্র ছিল। ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবার সূত্রে জানা গিয়েছে যে ওই নাবালক সুশান্ত সিং রাজপুতের ভক্ত ছিল। এবং সব সময়ই সোশ্যাল সাইটের মাধ্যমে সুশান্তের খবর রাখত। এর পাশাপাশি গত ১৫ জুন তাঁর জন্মদিনও পালন করে তাঁর পরিবার। এবং অভিনেতা সুশান্তের মৃত্যুর পর থেকেই মানসিক অবসাদে ভুগছিল। এরপর শুক্রবার সন্ধ্যায় ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে।
No comments