বেলঘড়িয়ায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিল প্রায় ৩০০ তৃণমূল কর্মী
সৌভিক সরকার, নিউজ অনলাইন: আজ বেলঘড়িয়ার রথ তলায় বিজেপির নবনির্বাচিত রাজ্য সহ-সভাপতিরাজু ব্যানার্জীর হাত ধরে প্রায় ৩০০ জন তৃণমূল কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল এই যোগদান করার ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি র মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।তৃণমূলের পক্ষ থেকে কামারহাটি তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল সাহা অভিযোগ করেন সামাজিক দূরত্বকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো । বিজেপি র বিরুদ্ধে প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন তৃণমূলের পক্ষ থেকে।এই প্রসঙ্গ নিয়ে বিজেপি রাজ্য সহ-সভাপতি রাজু ব্যানার্জি পাল্টা অভিযোগ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই সামাজিক দূরত্বকে তোয়াক্কা করেন না সেই ক্ষেত্রে সামাজিক দূরত্বের কোনভাবে বজায় রাখছেন না রাজ্যের মুখ্যমন্ত্রী আগে মাননীয়া মুখ্যমন্ত্রী দূরত্ব বজায় রেখে কাজ করুন তারপর কর্মীদের বলবেন।
No comments