প্রায় ৩ মাস পর বালুরঘাটে শুরু হল বেসরকারি বাস পরিষেবা
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বালুরঘাট: রাজ্য সরকারের নির্দেশ মেনে লকডাউন শুরু হওয়ার পর দীর্ঘ তিনমাস পর আজ থেকে অনান্য জেলার সাথে দক্ষিন দিনাজপুর জেলায় ও বেসরকারি পরিবহন যাত্রী নিয়ে পথে নামল। যদিও যাত্রী নিয়ে বেসরকারি গাড়ি গুলি পথে নামলেও গাড়ির চালক বা কনড্যাক্টারদের সরকারি তরফে কোন সুরক্ষা সরঞ্জাম এখনও দেওয়া হয়নি। তবে সব গাড়িতেই করোনা সক্রমন বিধি স্যানেটাইজেশন মানা না হলেও বেশ কিছু গাড়ির কর্মীরা নিজস্ব ভাবে গাড়িতে ওঠার সময় যাত্রীদের স্যানিটাইজেশন করছে এ চিত্র ও আজ বালুরঘাট পুরসভা পরিচালিত বেসরকারি বাস স্ট্যান্ডে দেখা যায়।
এদিকে দীর্ঘ তিনমাস বন্ধ থাকার পর ফের যাত্রী নিয়ে বেসরকারি পরিবহন শুরু হওয়ায় খুশি জেলার যাত্রী সাধারন। তবে প্রায় ২৫০ বাসের মধ্যে আজ থেকে ১০০ টি ছোট বড় যাত্রী বাস যাত্রী পরিসেবা চালু করা হলেও রাস্তায় প্যাসেঞ্জার না থাকায় খরচ চালানো নিয়ে বেকায়দায় বাস মালিকরা। তবে একটাই আশা তাদের আগামীতে বিষয় টি জানাজানি হলে যাত্রীর সংখ্যা বাড়বে।
No comments