আমফানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো ভারতীয় জনতা মজদূর ট্রেডইউনিয়ন
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: ভারতীয় জনতা মজদার ট্রেডইউনিয়ানের পক্ষ থেকে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো।শনিবার পশ্চিম পাঁশকুড়া বিধানসভার অন্তর্গত রঘুনাথ বাড়ি অঞ্চলের কামিনাচক গ্রাম ও পার্শ্ববর্তী বেশ কয়েকটি এলাকায় ৬০ জন অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষের হাতে ত্রিপল তুলে দেন
তমলুক সাংগঠনিক জেলার BJMTU সভাপতি কাজল আলি।কাজল বাবু জানান,লকডাউন পরবর্তী সময় থেকে মানুষের পাশে থেকে খাদ্যসামগ্রী প্রতিদিনই জেলার বিভিন্নপ্রান্ত পৌঁছে দেওয়া হয়েছে তাঁর আর্থিক সহায়তায় এবং ভারতীয় জনতা মজদূর ট্রেডইউনিয়নের পক্ষ থেকে।তবে পরবর্তী আমফান পরিস্থিতিতেও দলীয় ভাবে মানুষোর পাশে থেকে কাজ করা হচ্ছে।আগামীদিনও মানুষের পাশে থেকে কাজ করতে চান বলে জানান কাজল বাবু।
No comments