পূর্ব বর্ধমানের মেমারির গোপগণতার ২ নং গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা মিলিত ভাবে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের ১২.৫০০ টাকার একটি চেক তুলে দিলেন মেমারি ১ নং বিডিওর হাতে
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: পূর্ব বর্ধমানের মেমারির গোপগণতার ২ নং গ্রাম পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা মিলিত ভাবে মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডের উদ্যেশ্যে ১২.৫০০ টাকার একটি চেক তুলে দিলেন মেমারি ১ নং বিডিও বিপুল কুমার মন্ডলের হাতে।
করোনা মোকাবিলায় পথে নেমে যাবতীয় পরিকাঠামো খতিয়ে দেখছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। কখনও বাজার, কখনও হাসপাতাল, কখনও বা জেলাশাসক -পুলিশ সুপারদের সাথে ভিডিও কনফারেন্স করছেন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের মিলিত উদ্যোগে এই মানবিক রূপকে সাধুবাদ জানিয়েছেন মেমারি ১নং বিডিও বিপুল কুমার মন্ডল।
No comments