ফের করোনার থাবা কুমারগঞ্জে
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বালুরঘাট,৫ জুনঃ ফের করোনার থাবা কুমারগঞ্জ। এদিন কুমারগঞ্জের বটুন গ্রাম পঞ্চায়েতের আবইল গ্রামের এক হরিয়ানা ফেরত শ্রমীকের শরীরে নতুন করে খোজ মিলল করোনার। এ নিয়ে দক্ষিণ দিনাজপুরে এখন পর্যন্ত মোট ৪৩ জনের করোনা আক্রান্তের খবর মিলেছে। ওই ব্যক্তিকে হোম কোয়ারিন্টিনে রেখে চিকিৎসা করানো হচ্ছে। তার প্রত্যক্ষ সংস্পর্শে থাকা ৬ জন ও অপ্রত্যক্ষ সংস্পর্শে থাকা মানুষদেরও ফেসিলিটি কোয়ারিন্টিনে আনা হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে। মালদা মেডিকেল কলেজে পাঠানো ব্যাকলগ থাকা লালা রসের পরীক্ষার ফল থেকেই পজিটিভ আসে। এখনও সরকারিভাবে জেলা প্রশাসন বা স্বাস্থ্যকর্তাদের তরফ থেকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। জেলায় মোট আক্রান্ত ৪৩ জনের মধ্যে আগেই ২২ জনকে ছাড়া হয়েছিল। এদিন ছাড়া হয় ১৩ জনকে। হোম কোয়ারিন্টিনে রেখে চিকিৎসা চলছে ৫ জনের। ফলে কোভিড হাসপাতালে রয়েছেন মাত্র তিনজন।
No comments