এগড়ায় গোয়াল ঘরে ধোঁয়া দিতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত গৃহবধূ
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: এগরা থানার আকন্ডি গ্রামে গৃহবধূ চম্পা জানা গত শনিবার নিজের বাড়ির গোয়াল ঘরে গরুর কাছে ধোঁয়া দিতে গিয়ে কাপড়ে আগুন লেগে শরীর পুড়ে যায়।পরিবারের লোকেরা চম্পাকে গুরুতর আহত অবস্থায় এগরা সুপার স্পেসিলিটি হসপিটালে ভর্তি করে।কিন্তু যমে মানুষে টানাটানি তে গৃহবধূ চম্পা আজ ভোর 10 টায় মারা যায়।চম্পার দুটি ছোট ছোট ছেলে আছে বাড়িতে।এগরা থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তে পাঠায়।চম্পার বাড়ি ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
No comments