মহিলাদের সাথে অশালীন আচরণ করার অভিযোগে এলাকার মহিলাদের হাতে খেতে হল জুতার বাড়ি
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানার নস্করদিঘীতে এমন ঘটনা ঘটে। জানা যায় কাজের সূত্রে চেন্নাইতে থাকত সুমন পাল, লকডাউনের মধ্যে বাড়ি ফিরে নিজের বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে থাকতেই কু-কীর্তি শুরু করে গুনধর সুমন। বেশ কয়েকদিন ধরে পাশের এলাকার মেয়েদের পুকুরে স্নান করা অবস্থায় লুকিয়ে লুকিয়ে নিজের মোবাইলে ছবি তুলত বলে অভিযোগ। বেশকয়েকদিন ধরে ধরার চেষ্টা করলেও গুনধর বাবাজী ধরা দেয়নি, আজ ফের একই কু-কীর্তি করার সময় পাড়ার মেয়েরাই হাতে নাতে প্রায় ধরে ফেলে, তবু নিজের গায়ের জোরে ছিটকে পালায়, তবু শেষ রক্ষা হয়নি,গোটা এলাকায় শোরগোল পড়তেই ঘিরে ফেলে পাকড়াও করে গনধোলাই দেয় স্থানীয়রা। পরে পাঁশকুড়া থানায় খবর দিলে পুলিশ এসে সুমন পাল নামে ওই যুবককে আটক করে। তবে ফোনে ছবি তোলার কথা বার বার অস্বীকার করার পর পাবলিকের জেরার মুখে সে প্রানভয়ে সবকিছু নিজের কু-কীর্তির কথা স্বীকার করে । শুধু তাই নয় বেশ কয়েকবার কিছু যুবতীকে শ্লীলতাহানি করার চেষ্টাও করে বলে অভিযোগ। তবে এখনো কেউ পাঁশকুড়া থানায় অভিযোগ জানায়নি।
No comments