Recent comments

ads header

Breaking News

মেছেদা ইসকনের উদ্যোগে আয়োজিত হল জগন্নাথ দেবের স্নান যাত্রা

প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ মহাপ্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রা।রথযাত্রার ১৫ দিন আগে স্নানযাত্রা শাস্ত্রের নিয়ম মেনে হয়ে থাকে। বিভিন্ন জগন্নাথ দেবের মন্দিরে এই স্নানযাত্রা রীতিমতো আড়ম্বর সহকারে হয়ে থাকলেও এবছর করোনার জেরে সমস্ত অনুষ্ঠানই দায়সারাভাবে করতে হচ্ছে। আবার কোথাও রথযাত্রা অনুষ্ঠান বন্ধের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।তবে পূর্ব মেদিনীপুরের মেছেদার ইসকনের রথযাত্রা বন্ধ না হলেও এবছর মন্দির চত্বরে সোস্যাল ডিস্টেন্স মেনে রথটানা হবে বলে জানায় মন্দির কর্তৃপক্ষ।তাই রথের ১৫ দিন আগে আজ পালিত হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা।সোস্যাল ডিস্টেন্স মেনে মাস্ক পরিহিত অবস্থায় ভক্তদের মন্দিরের ভেতর প্রবেশ করতে দেওয়া হয়, এছাড়াও করা হয় স্যানেটাইজ। আজ থেকে স্নানের পর জগন্নাথ দেব জ্বর অবস্থায় মন্দিরের ভেতর থাকবেন।এরপর রথের দিন জগন্নাথ দেব রথে চড়বেন।সব মিলিয়ে করোনার আতঙ্কের দীর্ঘদিনের অবসাদ কাটিয়ে যেন কিছুটা আনন্দের স্বাদ পেলেন মেছেদার জগন্নাথ ভক্তেরা।

No comments