শিলিগুড়ি মহকুমার বিধাননগরে দিনে দুপুরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
রবিবার শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের রামকৃষ্ণপল্লিতে দিনে দুপুরে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। জানা গিয়েছে যে এদিন দুপুরে সাগর পালের বাড়িতে যখন শুধু তার স্ত্রী ও নানতি শ্রীতমা দাস ছিলেন। এবং তার স্ত্রী স্নান করছিল ও নাতনি অন্য ঘরে ফোনে গেম খেলছিল। সেই সময় বাইরে থেকে কেউ বা কারা গিয়ে বাথরুমের দরজা আটকে দেয়। এরপর সাগরবাবুর স্ত্রী চীত্কার করতে থাকেন। অপরদিকে তার নাতনি সাগরবাবুকে তরীঘরী ফোন করেন। এবং ফোন পেয়ে বাড়ি ছুটে যান সাগরবাবু। এরপর বাড়িতে গিয়ে দেখেন যে ঘরের জিনিসপত্র ছড়ানো ছিটানো রয়েছে। তাই কোন কিছু বুঝে উঠতে না পেরে খবর দেন বিধাননগর থানার পুলিশকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ। এই বিষয়ে সাগর বাবু বলেন যে নগদ ১৬ হাজার টাকা ও প্রায় ৪০ থেক ৫০ ভরি টাকা চুরি গেছে। অপরদিকে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর থানার পুলিশ।
No comments