Recent comments

ads header

Breaking News

আজ কাটোয়ায় আসছে প্রায় ২০টি শ্রমিক স্পেশাল ট্রেন

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: আজ কাটোয়ায় আসছে ২০-২১টি শ্রমিক স্পেশাল ট্রেন। 
প্রায় ভোর থেকেই একের পর এক শ্রমিক স্পেশাল ট্রেন ঢুকছে কাটোয়া স্টেশনএ। 
ট্রেনগুলি দক্ষিণ বঙ্গের আনুমানিক ৭ জেলার পরিযায়ী শ্রমিকরা ফিরছেন এই ট্রেনগুলি মারফত। 
মূলত পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, নদীয়া, বীরভূম জেলার শ্রমিকরা থাকছেন এই ট্রেনগুলি থেকে। ট্রেন থেকে নামার পরই হচ্ছে যাত্রীদের করা হচ্ছে  থার্মাল স্ক্রিনিং, পরে হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা এবং সাথে টিফিনের ব্যবস্থা। যাত্রীদের নিরাপত্তা এবং স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে যথেষ্ট তৎপর ছিল কাটোয়া প্রশাসন এবং রেল কর্মীরা। 
থার্মাল স্ক্রীনিং, স্বাস্থ্য পরীক্ষা, এবং টিফিন দেওয়ার পর নিয়ে যাওয়া হচ্ছে  কাটোয়া বাস্ট্যান্ড এ।  পরে বাসস্ট্যান্ড থেকে বাসে করে পৌঁছানো হচ্ছে শ্রমিকদের নিজ নিজ গন্তব্যস্থলে।

No comments