খেজুরিতে সেতু মেরামত করতে গিয়ে চাপা পড়ে মৃত এক শ্রমিক
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: সেতু মেরামত করতে গিয়ে নিচে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক শ্রমিকের। খেজুরি থানার এলাকায় মৃত নির্মাণ কর্মী মাধব মান্না (৪০)। নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু তৈরি হয়েছিল বলে অভিযোগ তুলেছে স্থানীয় বাসিন্দা থেকে বিজেপি নেতৃত্বরা। পুলিশ মৃতদেহ তুলতে গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে স্থানীয় বাসিন্দারা। এই ঘটনার পর লকউাউনে মাঝে পূর্ব মেদিনীপুর জেলা খেজুরিয়া হলুদবাড়ী গ্রাম পঞ্চায়েতের এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অবশেষে পুলিশ বুঝিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসে।
No comments