গঙ্গারামপুর ব্লকে ৮ দফা দাবিতে ডেপুটেশন জমা দিল সারা ভারত কৃষক সভা কমিটি
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে ব্লকে ৮দফা দাবিতে ডেপুটেশন প্রদান করলো সারা ভারত কৃষক সভা গঙ্গারামপুর থানা কমিটি। বৃহস্পতিবার দাবিপত্র গুলি তুলে দেওয়া হলো গঙ্গারামপুর ব্লকের বিডিও অংকিত আগারওয়ালের হাতে
বৃহস্পতিবার বৃষ্টি উপেক্ষা করে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল।মিছিলটি গোটা গঙ্গারামপুর শহর পরিক্রমা করে গঙ্গারামপুর ব্লক অফিসে সামনে জমায়েত হয়। সেখানে একাধিক দাবিতে বিক্ষোভ দেখতে থাকে সারা ভারত কৃষক সভার সদস্যরা। তার পরেই ৫জনের এক প্রতিনিধি দল বিডিও অংকিত আগারওয়ালের হাতে তুলে দেয় দাবি পত্রগুলি।এদিনের এই ডেপুটেশন এর নেতৃত্ব দেন সারা ভারত কৃষক সভার গঙ্গারামপুর থানা কমিটির সেক্রেটারি কায়সার আলী,জেলা কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক সিতেশ গুহ,কৃষক নেতা মনোবেশ চৌধুরী,সুবীর দাস সহ অন্নান্য দলীয় নেতা কর্মীরা। এদিন তাদের দাবিগুলির মধ্যে ছিল সমস্ত কৃষদের সমস্ত ঋণ মুকুব করতে হবে, ১০০দিনের কাজের পরিবর্তে ২০০ দিন করতে হবে,১০০দিনের কাজে শ্রমিকদের রেগ প্রকল্পের আওতায় আনতে হবে,গ্রামে গ্রামে ক্যাম্প করে সরকারি দামে কৃষকদের পর্ণ কিনতে হবে,সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে,সমস্ত করোনা আক্রান্ত রোগীদের বিনা পয়সায় চিকিৎসা করতে হবে,সমস্ত পরিজায় শ্রমিকদের করোনা টেস্ট করতে হবে। এছাড়াও বিভিন্ন দাবিতে এদিন ভারত কৃষক সভা গঙ্গারামপুর থানা কমিটির পক্ষ থেকে দেওয়া হলো এই ডেপুটেশন। এই বিষয়ে গঙ্গারামপুর থানা কমিটির সেক্রেটারি কায়সার আলী জানান।
No comments