Recent comments

ads header

Breaking News

খন্ডঘোষ ব্লকে ট্রাক্টর এবং মোটরবাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক কিশোরের


কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: ট্রাক্টর এবং মোটরবাইকের সংঘর্ষে মৃত্যু হলো এক কিশোরের। 
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের শাঁখারি থেকে গৌরাঙ্গ রোড যাবার রাস্তায়। জানা গেছে মৃত ওই কিশোরের নাম সেখ সামিরুল। বাড়ি পদুয়া গ্রামে,  বয়স আনুমানিক ১৬ বছর। 
জানা যায় সামিরুল বাড়ির কাউকে কিছু না জানিয়ে তার বাবার মোটরবাইক নিয়ে এক বন্ধুকে চাপিয়ে ঘুরতে বেরিয়ে পড়ে। 
এর পড়ে গৌরাঙ্গ রোডের দিকে যাবার সময় একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে বাইকটি স্লিপ করে এবং বাইক চালক সামিরুল ট্রাক্টরের নিচে পড়ে যায়। ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়।  অপরদিকে তার বন্ধু ভাগ্যক্রমে বেঁচে যায়। 
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খণ্ডঘোষ থানার পুলিশ, এবং মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘাতক ট্রাক্টরটিকে আটক করেছে পুলিশ।

No comments