শিলিগুড়িতে ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এসএসএবির জওয়ানরা
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
বুধবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এসএসবির এ কোম্পানির ১০ জন জওয়ান ঘোষপুকুর-বাগডোগরা রোডে টহল দেওয়ার সময় এক ব্যক্তিকে সন্দেহ হয়। এবং তাকে আটক করে তল্লাশি চালায়। এরপর ওই ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় ব্রাউন সুগার। ধৃত ব্যক্তির নাম স্বপন কুমার সরকার (৬৬)। সে বাগডোগরার ললিতনগর এলাকার বাসিন্দা। এসএসসি সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির কাছ থেকে পাঁচটি প্যাকেটে প্রায় ৫০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। এবং পাচারে ব্যবহৃত বাইকটি আটক করা হয়েছে। ওই ব্যক্তিকে ফাঁসিদেওয়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এর পাশাপাশি এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
No comments