তৃণমূলের নতুন সংগঠন "বাংলার যুবশক্তি" র সভা বর্ধমান টাউন হলে
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন:
তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে যুবশক্তি সভা অনুষ্ঠিত হলো বর্ধমান টাউন হলে। উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের নেতা, তথা টলিউড অভিনেতা সোহম চক্রবর্ত্তী,জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সহঃ সভাধিপতি দেবু টুডু, কর্মধ্যক্ষ মহম্মদ ইসমাইল,মেহেবুব মন্ডল ও এক্স কোঅডিনেটর খোকন দাস প্রমুখ। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে পূর্ব বর্ধমান জেলা সভাপতি স্বপন দেবনাথ বলেন,রাজ্যের সাথে বর্ধমান জেলায় তৃণমূল যুব কংগ্রেসের যুবশক্তি ক্ষমতা বাড়ানোর জন্য "যুবশক্তি" নামে সংগঠন জন্ম নিল। এই সভায় বক্ত্যব রাখতে গিয়ে তৃণমূল নেতা তথা বর্ধমান যুব শক্তির কো-অর্ডিনেটর সোহম চক্রবর্তী বলেন,দলের সংগঠন এগিয়ে নেওয়ার জন্য যুবকদের কে এগিয়ে আসতে হবে। তাই "যুবশক্তি" নামে এই সংগঠন তৈরী করেছি।
No comments