পরিযায়ী শ্রমিককে বাড়ি থেকে বেরোতে বারণ করায় খুন হতে হল এক ব্যক্তিকে
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: এক পরিযায়ী শ্রমিকের হাতে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ডিহি গুমাই গ্রামে। বেশ কিছুদিন আগে মহারাষ্ট্র থেকে বাড়ি ফিরেছিল তন্ময় বেরা নামে এক পরিযায়ী শ্রমিক। গ্রামবাসিরা তাকে বাড়িতে থাকার জন্য অনুরোধ জানায়। কিন্তু গ্রামবাসীরা বারবার বলার পরেও তন্ময় যথারীতি বাড়ির বাইরে ঘুরে বেড়াতো। পুনরায় কিছু গ্রামবাসী তাকে অযথা বাড়ির বাইরে বেরতে না বলতে গেলে ঐ পরিযায়ী শ্রমিক অশোক বেরা নামে এক ব্যক্তিকে কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে নন্দকুমার খেজুর বেড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তমলুকে জেলা হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। এই ঘটনায় তন্ময় বেরা কে গ্রেফতার করেছে নন্দকুমার থানার পুলিশ।
No comments