করোনা ও আমফান মোকাবিলায় রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ৮০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করল গঙ্গারামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেস
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: করোনা ও আমফান মোকাবিলায় রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ৮০০০ টাকা আর্থিক সাহায্য প্রদান করলো গঙ্গারামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার গঙ্গারামপুর ব্লকের ভারপ্রাপ্ত বিডিও সুরেশ কুমার জগতের হাতে তুলে দেওয়া হলো এই আর্থিক সাহায্যের চেকটি। উপস্থিত ছিলেন জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মিঠু জোয়াদ্দার,গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক গৌতম দাসগঙ্গারামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী শম্পা ঘোষ বিশ্বাস সহ অন্যান্য মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরা। প্রসঙ্গত করোনা ভাইরাস রুখতে গোটা দেশের সাথে সাথে রাজ্য জুড়ে চলছে পঞ্চম দফার লকডাউন এর মাঝেই গত কয়েকদিন আগে রাজ্যের ওপর দিয়ে বয়ে গেছে আমফান ঝড়। যার জেরে ব্যাপক ক্ষতির সমূখীন হয়েছে রাজ্যের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলি। সেই আমফান ও করোনা মোকাবিলায় এবারে রাজ্য সরকারের ত্রাণ তহবিলে ৮০০০ টাকা প্রদান করলো গঙ্গারামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেস। এর আগে রাজ্য সরকারের ট্রেন তহবিলে আর্থিক সাহায্য প্রদান করেছে তৃণমূল কংগ্রেস। এবারে করোনা ও আমফান মোকাবিলায় এগিয়ে আসলো গঙ্গারামপুর টাউন মহিলা তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার গঙ্গারামপুর ব্লকের বিডিও সুরেশ কুমার জগতের হাতে তুলে দেওয়া হলো ৮ হাজার টাকার চেক।
No comments