Recent comments

ads header

Breaking News

করোনা আবহে মাসি বাড়ি যাওয়া হলোনা বালুরঘাটের সব্যসাচী ক্লাব পরিচালিত রথতলার শতাব্দী প্রাচীন জগন্নাথ দেবের

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন, বালুরঘাট: ১৩৪ বছরের ইতিহাসে এই প্রথম করোনার বিধি নিষেধের জেরে রথে চেপে মাসির বাড়িতে যেতে পারলেন না বালুরঘাটের সব্যসাচী ক্লাব পরিচালিত রথতলার শতাব্দী প্রাচীন জগন্নাথ দেব ।জগন্নাথদেবের সাথে রথে চেপেই কাটাতে হবে বলরাম এবং সুভদ্রাকেও। সীমিত সংখ্যক লোক নিয়ে পুজোর আচার-অনুষ্ঠানে কোন ত্রুটি বাকি রাখে নি জগন্নাথ দেবের ভক্তবৃন্দ।

অনান্য বছর জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা দেবদেবী তাঁদের মাসির বাড়ি যাওয়া নিয়ে রথ টানতে রথতলা প্রাংগনে  উপচে পড়ে ভীড়। তবে এবারে করোনা মহামারীর কারণে পরিস্থিতি একেবারেই আলাদা। আর এই আবহে তাই এবছর আর বালুরঘাট শহরের অন্যপ্রান্তে ঘোষপাড়ায়  মাসির বাড়ি যাওয়া হল না জগন্নাথদেবের।মনখারাপ ভক্তবৃন্দের পাশাপাশি এই রথযাত্রাকে ঘিরে যে মেলা বসে সেই মেলাও এবার না বসায় মেলা প্রিয় বাংগালীর মন খারাপ। কেননা এবার আর রথের মেলার প্রধান আকর্ষন গরম গরম জিলিপী আর পাপড় ভাজা খাওয়া হলো না তাদের। 

রথযাত্রা পরিচালন সব্যসাচী ক্লাব কমিটির সভাপতি আশীষ চ্যাটার্জী জানান সমাজ, জনগণ এবং ভক্তদের স্বার্থেই এই সিদ্ধান্ত।

অপরদিকে শুধু এই রথ রাস্তায় বেড়য়নি এবার করোনা ঝড়ো ইনিংসে জেলার বিভিন্ন প্রান্তের ছোট বড় সব রথ যাত্রাই বাতিল করা হয়েছে এবার।

No comments