শিলিগুড়িতে এটিএম মেশিন ভেঙে টাকা লুটের চেষ্টা, ব্যাপক চাঞ্চল্য
বিশ্বজিৎ সরকার, নিউজ অনলাইন:
ফের শহর শিলিগুড়িতে এটিএম মেশিন ভেঙে টাকা লুটের চেষ্টা দুষ্কৃতীদের। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে শক্তিগড় এলাকায়। জানা গিয়েছে যে এটিএম মেশিন ভেঙে টাকা লুটের চেষ্টা চালায় দুষ্কৃতীরা। এরপর এটিএম মেশিনটি বাইরে রেখে পালিয়ে যায়। এদিন সকালে স্থানীয়রা এটিএম ভাঙা অবস্থায় দেখে তরীঘরী খবরদেন পুলিশকে। এবং এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন পুলিশ। এর আগেও শিলিগুড়ি পুর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের সংহতি মোড় এলাকায় একই ভাবে এটিএম মেশিন ভেঙে টাকা লুটের চেষ্টা করেছিল দুষ্কৃতীরা।
No comments