Recent comments

ads header

Breaking News

উদযাপিত হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৬১ তম প্রতিষ্ঠা দিবস

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ৬১ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হলো আজ। ১৯৬০ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। জন্মলগ্ন থেকেই এই বিশ্ববিদ্যালয় সারা ভারতবর্ষে যে খ্যাতি অর্জন করেছে তা বলার অপেক্ষা রাখেনা। আগামী দিনে বর্ধমান বিশ্ববিদ্যালয় কিভাবে আরও খ্যাতি অর্জন করবে, সেইসব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় আজকের প্রতিষ্ঠা দিবসের মাধ্যমে। বর্তমান লকডাউনকে মান্যতা দিয়ে বা সামাজিক দূরত্ব মেনে পালিত হয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা দিবস। আজকের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন, উপাচার্য অধ্যাপক নিমাইচন্দ্র সাহা, সহ উপাচার্য আশীষ কুমার পানিগ্রাহী সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আধিকারিকগণ। 
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান "কোভিড ১৯ এর যে মারাত্মক  অবস্থা তার দরুন আমরা বেশি কাউকে আহ্বান জানাতে পারিনি।এবং তিনি আরও জানান নেচার ইনডেক্স এ বর্ধমান বিশ্ববিদ্যালয় ৪৩ তে জায়গা করেছি। রাজ্যে ৩ নং স্থানে জায়গা করেছে এই বর্ধমান বিশ্ববিদ্যালয়। এই সব কিছুই আমাদের সবার আন্তরিক প্রচেষ্টার ফল। আমরা চেষ্টা করবো সুদূর ভবিষ্যতে  আরও  ভালো জায়গায় পৌঁছাতে "।

No comments