নিজেদের বিয়ে উপলক্ষ্যে নিজেরাই বিতরণ করলেন উপহার
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: কয়েকজন অভ্যাগতের উপস্থিতিতে শুভ পরিণয় সম্পন্ন হয়, পূর্ব বর্ধমান জেলার, মন্তেশ্বর ব্লকের, মধ্যমগ্রামের সিভিক ভলেন্টিয়ার শুভেন্দু ভট্টাচার্যের। উপস্থিত অভ্যাগতরা মাস্ক পরিহিত অবস্থায় এবং স্বাস্থ্যবিধি মেনেই সামিল হয়েছিলেন বিবাহ অনুষ্ঠানে। বর্তমান পরিস্থিতিতে, বিয়ে না পিছিয়ে নমো নমো করে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করেন মধ্যমগ্রামের ভট্টাচার্য পরিবার। করোনার জেরে চলছে লকডাউন, তার ফলে উপার্জনও প্রায় বন্ধ অধিকাংশ মানুষজনের। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দিন আনি দিন খাই মানুষগুলো। তাদের অসহায়তার অবস্থাকে মান্যতা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ভট্টাচার্য পরিবারের নব দম্পতি। বিবাহ উপলক্ষে ১০১ জন দুঃস্থ, গরিব মানুষদের মাস্ক, স্যানিটাইজার, বস্ত্র সহ মিষ্টি মুখ করালেন তাঁরা । নব দম্পতি সহ ভট্টাচার্য পরিবারের এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সাহায্য গ্রহণকারী মানুষজন সহ এলাকাবাসীরা।
No comments