Recent comments

ads header

Breaking News

দক্ষিণ দিনাজপুরের তপনে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তপনের দাড়ালহাটে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মিসভা। সভা শেষে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো প্রায় ৩০ জন বিজেপি কর্মী।
বৃহস্পতিবার এই কর্মিসভার আয়োজন করা হয়েছিল তপন দাড়ালহাট উচ্চ বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ অর্পিতা ঘোষ,উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী বাচ্চু হাসদ,জেলা পরিষদের স্বাস্থ কর্মদক্ষ আমজাদ মন্ডল,গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক গৌতম দাস,তপন পঞ্চায়েত সমিতির সভাপতি রাজু দাস,সহ-সভাপতি তাপস মন্ডল,তপন বিধানসভার কনভেনার সুব্রত ধর সহ অন্নান্য দলীয় নেতা কর্মীরা। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ময়দানে নেমেছে তৃণমূল-বিজেপি সহ অন্নান্য রাজনৈতিক দলগুলি। সেই মতো  দলকে শক্তিশালী ও মজবুত করতে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি পুরোনো কমীদের পুনরায় দলে আনার কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস। সেই নিরিখে বৃহস্পতিবার তপন দাড়ালহাট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীসভা। (বাইট অর্পিতা ঘোষ)   এদিনের এই সভা শেষে প্রায় ৩০জন কর্মী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন বলে দাবি। জানা গেছে এই সমস্ত কর্মীরা বিভিন্ন সময়ে ভুল বুঝে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন।এদিন পুনরায় তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি।যোগদানকারীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন সাংসদ অর্পিতা ঘোষ,বাচ্চু হাসদ সহ সহ অন্যান্য দলীয় নেতা কর্মীরা।

No comments