বারাসাত জেলা পুলিশের উদ্যোগে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস
সৌভিক সরকার, নিউজ অনলাইন: ৫ ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপন কর্মসূচির উদ্যোগ নিল বারাসাত জেলা পুলিশ।। আজ মধ্যমগ্রাম চৌমাথা সংলগ্ন সুভাষ ময়দান এর পাঁচিলের ধার ধরে বৃক্ষরোপণ করলেন বারাসাতে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ও জেলা পুলিশ আধিকারিকরা।। এদিন জেলা পুলিশ সুপার নিজে হাতে গাছ লাগিয়ে জল ঢেলে বৃক্ষ রোপনের মাধ্যমে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দেন। পাশাপাশি মধ্যমগ্রাম পুলিশের ট্রাফিক গার্ড সহ অন্যান্য পুলিশ পুলিশ কর্মীরা এবং সিভিক ভলেন্টিয়ার গাছ লাগাতে সাহায্য করেছেন।
জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এদিন উত্তর 24 পরগনা জেলা জুড়ে প্রতিটি থানায় এই কর্মসূচি হচ্ছে। জেলার প্রতিটি পুলিশ ইউনিট বিশ্ব পরিবেশ দিবস বৃক্ষরোপণের মাধ্যমে পালন করছে। কিছুদিন আগে আমফান ঝড়ে সমগ্র জেলা জুড়ে উপড়ে গেছে বহু গাছ, মুখ্যমন্ত্রীর নির্দেশে ঝরে পড়ে যাওয়া গাছের দ্বিগুণ পরিসংখ্ক গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জেলা পুলিশের এই উদ্যোগ।
No comments