দক্ষিণ দামোদরের সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশনের উদ্যোগে মিশন কর্মীদের হাতে তুলে দেওয়া হল দুমাসের বেতন
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: লকডাউন এর ফলে বর্তমান কঠিন পরিস্থিতিতে আর্থিক সংকটের মধ্যে পড়েছেন বেশিরভাগ মানুষই। কর্মহীন অবস্থায় দিন কাটাচ্ছে বহু মানুষ।
লকডাউনের ফলে বন্ধ আছে রাজ্যের সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলি। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় সমস্যার সম্মুখীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করা বহু শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষা কর্মীরা।
এমত অবস্থায় মানবিক রূপে এগিয়ে এলেন দক্ষিণদামোদরের সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশন।
মিশনের কতৃপক্ষের উপস্থিতিতে ওই মিশনের শিক্ষক সহ ১০০ জন শিক্ষা কর্মীদের হাতে দুই মাসের বেতন তুলে দেওয়া হলো। কঠিন পরিস্থিতিতে থাকা, মিশনের শিক্ষক এবং শিক্ষা কর্মীরা বেতন পেয়ে খুশি।
No comments