দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর অবশেষে খুললো পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের দরজা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর অবশেষে খুললো পূর্ব বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের দরজা। আজ সোমবার থেকে খুলবে বলে আগেই জানিয়েছিল ট্রাস্টি বোর্ড। মন্দির খুললেও, মন্দির খোলা এবং মন্দির বন্ধ করার সময়ের হেরফের থাকছে কিছুটা। জানা যায় সকাল ৭ টা থেকে বেলা ১১টা এবং বিকাল ৪ টা থেকে সন্ধ্যা ৭.৩০মিনিট পর্যন্ত থাকছে ভক্তদের দেবী দর্শনের সময়। মন্দিরে প্রবেশের সময় থাকছে সাবধানতা মূলক কিছু ব্যবস্থা, যেমন ভক্তরা প্রবেশের আগে তাঁদের হাত স্যানিটাইজার দিয়ে ভালো করে হাত পরিষ্কার করবে। মাস্ক বাধ্যতামূলক। একেবারে ১০ জনের বেশি ভক্ত প্রবেশ করতে পারবেন না।মন্দির খুললেও আপাতত ভোগ বিতরণ অনুষ্ঠান বন্ধ থাকছে।
No comments