Recent comments

ads header

Breaking News

কোভিড ও আমফান বিধ্বস্ত মানুষের পাশে না থেকে "নোংরা " রাজনীতির খেলায় মেতেছে বিজেপি : তৃণমূল নেতা নারায়ণ গোস্বামীর তোপ

সৌভিক সরকার, নিউজ অনলাইন: 
সুন্দরবনের মানুষ সহ বিস্তীর্ণ এলাকার মানুষের পাশে থাকা দরকার।রাজনীতির কথা না বলে একযোগে কাজের সময়। কিন্তু বিজেপি নোংরা রাজনীতির খেলায় মেতেছে, অভিযোগ উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ও তৃণমূলের প্রথমসারির নেতা  নারায়ণ গোস্বামীর। 
সুপার সাইক্লোনের পরে মানুষ অসহায়, তাঁদের পাশে না থেকে অমিত শাহ ভোটে তৃণমূলকে হারানোর হুঙ্কার দিচ্ছেন যা মানুষ মেনে নেবেন না জানান বসিরহাট মহকুমার পোড় খাওয়া নেতা নারায়ণ গোস্বামী। 
একই সঙ্গে তাঁর বক্তব্য রাজ্য প্রশাসনের দৃষ্টান্তমুলক কাজের শরীক না হয়ে বিজেপি এখন পশ্চিমবঙ্গকে এখন উহানের সঙ্গে তুলনা করতে ব্যস্ত। তিনি জানান করোনা ও ঝড়ের ক্ষয়ক্ষতির  মোকাবিলায় রাজ্য ও মুখ্যমন্ত্রী কোমর বেঁধে নেমেছেন। তাঁর মন্তব্য, এসময় মুখ্যমন্ত্রীর ও প্রশাসনের পাশে থেকে ঐক্যবদ্ধ লড়াইয়ের প্রয়োজন যা বিজেপির মধ্যে একান্ত অভাব। বিজেপি সংকীর্ণ রাজনীতি নিয়েই ব্যস্ত জানান নারায়ণ গোস্বামী।।

No comments