এলাকার বরিষ্ঠ নাগরিকদের পাশে দাঁড়ালো মেছেদার সৃজন নামে এক স্বেচ্ছাসেবী সংস্থা
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: লকডাউন পরবর্তী সময়ে মেছেদার সৃজন সংস্থা মানুষের পাশে থেকে কাজ করছে।রবিবারও শহীদ মাতঙ্গিনী ব্লকের হাকোল্লা গ্রামে ৬০ উর্দ্ধো মানুষের পাশে দাঁড়ালো।চতুর্থ দফার লকডাউন এর শেষ দিন বরিষ্ঠ নাগরিক ষাট ও সত্তর ঊর্ধ্ব বয়সের মানুষদের জন্য মেচেদা সৃজন এর পক্ষ থেকে হাকোলা গ্রামে হাকোলা উচ্চ বিদ্যালয় এর প্রাঙ্গণে ১০০ ইউনিট হরলিক্স গ্লুকোজ এবং বিভিন্ন ধরনের ফল উপহার তুলে দেওয়া হলো সৃজনের পক্ষ থেকে।সৃজনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন।
No comments