নন্দীগ্রামে পানচাষিদের আর্থিক ক্ষতিপূরণ দিয়ে সাহায্য করলেন মন্ত্রী শুভেন্দু অধিকারি
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন:
২জুন বিকেল তিনটায় নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের হরিপুর কিষান মান্ডিতে
নন্দীগ্রামের ১ ও ২ ব্লকের ৪৫০জন পানচাষিদের ৫০০০টাকার ক্ষতিপূরণ চেক তুলে দেন পরিবেশ ও পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারি।
তমলুক ঘাটাল ল্যান্ড ডেভলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেড এর চেয়ারম্যান মেঘনাথ পাল বলেন,
2019-২০ আর্থিক বৎসরে যেসকল পানচাষিরা নতুন নির্মাণের জন্য ব্যাংক হইতে ঋণ নিয়েছিলেন তাদের ২০-০৫-২০২০ সুপার সাইক্লোনে ৪৫০ পান চাষিদের হাতে 5000 টাকার চেক তুলে দেন মন্ত্রী।
পূর্ণিমা কাজলি, সত্যেন্দ্র নাথ মন্ডল, পশুপতি খাটুয়া এই সাহায্য পেয়ে খুশি।
No comments