দুই বোনের ঝগড়া শুনতে গিয়ে প্রাণ হারালেন জবা
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন:
ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার ফরেস্ট সংলগ্ন গ্রাম মার্ডি মোরগ্রামে। আনুমানিক বিকেল ৪.৩০ নাগাদ দুই বোন মামনি মন্ডল ও বাবলি দাস এর মধ্যে ঝগড়া লাগে। রাস্তার এপাশে বাড়ি মামনি দের রাস্তার ওপাশে বাড়ি জবা টুডুর. টিপটিপ বৃষ্টির মধ্যেই জবা রাস্তার ওপাশে দাঁড়িয়ে থেকেই শুনছে দু বোনের ঝগড়া। হঠাৎ করে মামনি মন্ডল ও বাবলি দাসের দাদা চন্দন দাস জবাকে মারতে উদ্যত হয়। পাড়ায় পাগলা নামে পরিচিত চন্দন দাস, সে রাস্তার মধ্যেই জবাকে বুকে পাঁজরে এবং কানের নিচে আঘাত করায় রাস্তার পাশেই শুয়ে পড়ে তৎক্ষণাৎ মৃত্যু হয় বলে জানায় স্থানীয়রা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কুমারগঞ্জ থানার পুলিশ। কুমারগঞ্জ থানার পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। যদিও অভিযুক্ত চন্দন পলাতক। স্বর্গীয় বিপ্লব সরেন এর স্ত্রী জবা টুডু। কিছুদিন আগেই তার স্বামী মারা গেছে। একমাত্র ছেলে বিপ্লব সরেন এবং তার বৌমাকে নিয়েই বসবাস করতেন জবা টুডু। স্থানীয় সূত্রে জানা যায় যে চন্দন দাস এবং তার দুই বোন তিন বছর ধরেই কুমারগঞ্জের মার্ডিমোরে বসবাস করছে। তাদের বাড়ি ছিল কামারপাড়া দোলনাতে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কুমারগঞ্জ থানার পুলিশ আসামীকে ধরবার জন্য খোঁজ চালাচ্ছে।
No comments