নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের অন্তর্গত শিবরামপুর গ্ৰামে পোষ্ট অফিসের বেহাল দশা
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের অন্তর্গত শিবরামপুর গ্ৰামে পোষ্ট অফিস এর বেহাল দশা।আমফান ঝড়ে ভেঙ্গে তজনছ হয়ে গেছে পোস্ট অফিস। এখন প্রানের ঝুঁকি নিয়ে কাজ করতে ও পরিষেবা দিতে হচ্ছে সবাইকে। পরিষেবা দিতে গ্ৰাহকদের বিভিন্ন অসুবিধে মধ্যে পড়তে হচ্ছে পোস্ট অফিসের পোস্ট মাস্টার সহ বাকিদের। গ্ৰাহক ও পোষ্ট মাস্টারের দাবি এই পোষ্ট অফিসটি দীর্ঘ চল্লিশ বছরের । এর কোন নিজস্ব ঘর নেই । কিছুদিন আগে পোষ্ট মাস্টার ব্যাক্তিগত খরচে ঘরটি মেরামত করেন। সরকারের কাছে দাবি যাতে পোষ্ট অফিসের নিজের স্থায়ী ঘর হয় ও গ্রাহকরা সঠিকভাবে পরিষেবা পেতে পারে সরকার ও ব্লক প্রশাসন ব্যাবস্থা গ্রহণ করুক।
No comments