বচসার মীমাংসা করতে গিয়ে ব্যাবসায়ীর দোকান ভাংচুর
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: এলাকার দুই যুবকের বচসার মীমাংসা করতে গিয়ে এক চা বিক্রেতার দোকান ও বাড়ি ভাংচুরের অভিযোগ এলাকার কয়েকজন দুষ্কৃতীদের বিরুদ্ধে। বালুরঘাট শহরের লালমাটি এলাকার ঘটনা। চা বিক্রেতা রঞ্জিত মোহন্ত এর অভিযোগ, গতকাল রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার চায়ের দোকান ভাঙচুর করে। হামলা চালানো হয় তার বাড়িতেও। এই ঘটনায় বৃহস্পতিবার বালুরঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন রঞ্জিত মহন্তের স্ত্রী আদুরী মহন্ত। বালুরঘাট থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে।
যদিও স্থানীয় বাসিন্দারা রঞ্জিত মহন্তের বিরুদ্ধে চায়ের দোকানের আড়ালে মদ গাঁজা বিক্রির অভিযোগ করেছেন।
দক্ষিণ দিনাজপুর তৃণমূল জেলা কার্যকরী সভাপতি দেবাশীষ মজুমদার জানান, এই ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগ নেই। ওই ব্যক্তির বিরুদ্ধে অসামাজিক কাজের অভিযোগ রয়েছে। প্রতিবেশীদের সাথে গোলমাল এর জেরে ভাঙচুর হয়েছে বলে শুনেছি।
No comments