গরীব কল্যাণ রোজগার অভিযান প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
নিউজ অনলাইন: ২০শে মে একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রায় ৫০০০০ কোটি টাকার গরিব কল্যাণ রোজগার অভিযান প্রকল্পের শুভ সূচনা করলেন। এদিন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সে বিহারের খাগরিয়া জেলার তেলিহার গ্রাম থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে বলে জানান প্রধানমন্ত্রী। এর পর ধীরে ধীরে বিহার, উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ঝাড়খন্ড, ওড়িশা রাজ্যের মোট ১১৬টি গ্রামে এই প্রকল্প শুরু হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য যে পরিযায়ী শ্রমিকরা কাজ হারিয়ে এই সমস্ত রাজ্যে ফিরে এসেছে, তারা এই প্রকল্পের মাধ্যমে নিজের এলাকায় কাজের সুযোগ পাবে।
No comments