নিজে বাঁচতে হলে সবার আগে পরিবেশকে বাঁচানো প্রয়োজন
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: নিজে বাঁচতে হলে সবার আগে পরিবেশকে বাঁচানো প্রয়োজন। করোনা সংকট সহ নানা সমস্যা থেকে দেশকে বাঁচাতে এমনটাই বলছেন পরিবেশবিদরা। ১৯৭৪ সাল থেকে প্রতিবছর ৫ই জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়। মানবজাতিকে বাঁচতে হলে পরিবেশকে বাঁচাতে হবে,গাছকে বাঁচাতেই হবে।এই বছরের বিশ্ব পরিবেশ দিবসের থিম হল জীব বৈচিত্র। কোভিড -১৯ এর বাড়বাড়ান্তে এটা সত্য যে ,জীব বৈচিত্রকে ধ্বংস করলে মানুষও বাঁচতে পারবে না। পৃথিবীতে খাদ্য ,জল ও খনিজ দ্রব্যাদির জোগান ঠিক রাখে। জীববৈচিত্র,পাশাপাশি জলবায়ুর পরিবর্তন ,দূষন ও বন্যা নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও জীববৈচিত্রের বিশেষ ভূমিকা আছে। মহামারির কারনে চলছে লক ডাউন যার জেরে অনুষ্ঠান যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত না হলেও ,রাজ্যে মুখমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে বৃক্ষ রোপনের মাধ্যমে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে গাছ লাগানোর ভাবনাকে যখন সরকার শিলমোহর দিচ্ছেন ,অপরদিকে বেশ কিছু মানুষই তার প্রয়োজনে এবং অপ্রয়োজনে সব থেকে বেশি ক্ষতি করছে গাছ নষ্ট করার মাধ্যমে ,পরিবেশের ক্ষতি। এটা বলাই যায় যে,পরিবেশের ক্ষতি করে ,বনাঞ্চল ধ্বংস করে,মানুষ তার নিজের বিপদ নিজেরাই বয়ে আনবে। পরিশেষে গাছ বাঁচান, প্রাণ বাঁচান।
No comments