রাজ্যের এই কঠিন সময়েও বিজেপি অপপ্রচার চালাচ্ছে : প্রাক্তন তৃণমূল বিধায়ক
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: গতকাল কোলাঘাটের প্রাক্তন বিধায়ক বিপ্লব রায়চৌধুরী দলীয় ভাবে একটি সাংবাদিক বৈঠক করেন।বর্তমান দেশ সহ রাজ্যে কঠিন পরিস্থির মধ্যদিয়ে অতিবাহিত হচ্ছে।একদিকে করোনার বিশ্ব তথা এ রাজ্যে আক্রমন,তারওপর আমফানের তান্ডব লীলা।সবকিছুতেই দেশের বিভিন্ন রাজ্যের তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা অনেকটাই ভালো জায়গায় অবস্থান করছে।তৃনমুল সরকার মানুষের জন্য কাজ করে চলেছে সর্বত্র।এই বার্তাকে সামনে রেখে পূর্ব পাঁশকুড়া অর্থাৎ কোলাঘাট বিধানসভা এলাকার তৃনমূল নেতা বিপ্লব রায় চৌধুরী এই সাংবাদিক বৈঠক ডাকেন।তিনি অভিযোগ করেন,রাজ্য তথা এই কোলাঘাট এলাকাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নিরলস পরিশ্রমে আমফান থেকে করোনা প্রতিরোধে সক্রিয় ভূমিকা রয়েছে,তা নিয়ে বিরোধী বিজেপি অপপ্রচার চালাচ্ছে।মানুষকে ভুল বোঝানোর অপচেষ্টা করে চলেছে বিজেপি।এমনই অভিযোগ নিয়ে কোলাঘাটের তৃনমূলের দলীয় পার্টি অফিসে সাংবাদিক বৈঠবে অভিযোগ করেন বিপ্লব বাবু।এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য গৌরমোহন দাশঠাকুর,উজ্জ্বল ভট্টাচার্য সহ স্থানীয় তৃনমূল নেতৃত্ব।
No comments