Recent comments

ads header

Breaking News

লকডাউনের মধ্যে জামাই ষষ্ঠীর মিষ্টির বাজার বেশ মন্দা

কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: মেয়ে -জামাইয়ের মঙ্গল কামনাতেই জৈষ্ঠের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে শাশুড়িরা এক বিশেষ ষষ্ঠী পুজো করে থাকেন, আর সেটাই জামাইষষ্ঠী নামে পরিচিত। এবারের জামাইষষ্ঠী এক  বিষাদ পূর্ণ অনুষ্ঠান বলা যেতেই পারে।  করোনা এবং আম্ফানের জোড়া ধাক্কায় ফিকে জামাইষষ্ঠীর মিষ্টির বাজার। 
কোভিড ১৯ এর আতঙ্ক জামাইষষ্ঠীর সব বাজারেই প্রভাব ফেললো। বাদ পড়েনি মিষ্টির বাজারও। বাঙালির যে কোনো উৎসবের শেষ পাতে মিষ্টি থাকতেই হবে। 
এবারের জামাইষষ্ঠী একেবারেই নীরব আকারে পালিত হলো। 
করোনার আতঙ্কে লকডাউন আবার অন্যদিকে আম্ফানের জেরে অসহায় অবস্থায় মানুষজন। শশুর বাড়ি আসতে পারেনি অনেক জামাই। তাই সামান্য দই, মিষ্টি কিনেই খুশি থাকলো আপামর বাঙালি। একদিকে জামাইরা যেমন আসছেন না, তেমনই অপরদিকে আর্থিক সংকট, সবমিলিয়ে জামাইষষ্ঠীর মিষ্টির বাজার বেশ মন্দা।

No comments