জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে বালুরঘাটের কর্মরত সাংবাদিকদের করা হল সোয়াব টেস্ট
শিব শঙ্কর চ্যাটার্জি, নিউজ অনলাইন: বালুরঘাট ৯ মে ; করোনা যুদ্ধে কর্মরত বালুরঘাটের সাংবাদিকদের জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে সোয়াব টেস্ট করা হলো। শনিবার দুপুরে জেলা স্বাস্থ্য দফতরের হোমীওপ্যাথি বিভাগের বিল্ডিং এই সোয়াব টেস্ট সংগ্রহ করার ব্যবস্থ্যা করা হয়।জেলার প্রায় প্রতিটি সাংবাদিক ও চিত্র সাংবাদিক এই সোয়াব টেস্টে অংশ নেন।
যদিও বিগত চার দিন ধরে জেলা স্বাস্থ্য দফতরের উদ্যোগে করোনা যুদ্ধে কর্তব্যরত পুলিশ বাহিনী ও জেলা প্রশাসনিক মহলের আধিকারিকদের অফিস গুলিতে পর্যায় ক্রমে শিবিরের মধ্যমে এই সোয়াব টেস্ট করা হয়।আজ সাংবাদিকদের সোয়াব টেস্ট করা হয়। যদিও এখনও পর্যন্ত দক্ষিন দিনাজপুর জেলা গ্রীন জোনে রয়েছে তাই কিছুটা হলেও চিন্তা মুক্ত জেলা স্বাস্থ্য দফতর।
No comments