কোলাঘাট ব্লকের বিডিও র হাতে ১১১১১ টাকার চেক তুলে দিলেন গ্রামীন সম্পদ কর্মীরা
প্রসূন বন্দ্যোপাধ্যায়, নিউজ অনলাইন: আজ কোলাঘাট ব্লকের বিডিও র হাতে ১১১১১ টাকার চেক তুলে দিলেন গ্রামীন সম্পদ কর্মী( VRP) দের কোলাঘাট ব্লকের ইউনিয়নের পক্ষ থেকে।এদিন বিডিও মদন মোহন মন্ডলের হাতে চেকটি তুলেদেন সংগঠনের সভাপতি প্রদীপ সামন্ত।প্রদীপ বাবু জানান,শুধু কোলাঘাট ব্লক বয়,এই সংগঠনের পক্ষ থেকে সারা রাজ্যের সমস্ত ব্লকের সংগঠনের পক্ষ থেকে করোনা চিকিৎসার জন্য মূখ্যমন্ত্রীর ত্রানতহবিলে এইভাবে টাকা তুলে দেওয়া হচ্ছে।
No comments