Recent comments

ads header

Breaking News

রাজনগর রেওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ছোটদের হাতে তুলে দেওয়া হল ড্রয়িং সামগ্রী

জয়জীবন গোস্বামী, নিউজ অনলাইন: বাঁকুড়া : 
করোনা সতর্কতায় দেশ জুড়ে চলছে লক ডাউন। বন্ধ রয়েছে বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান গুলিও। ফলে বাড়িতেই অভিভাবকদের সঙ্গে সময় কাটছে ক্ষুদে শিক্ষার্থীদের। এবার তাদের 'বন্ধু' হয়ে পাশে দাঁড়ালো রাজনগর রেওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তাদের তরফে বাঁকুড়ার আইলা কুন্দি গ্রামে বেশ কিছু শিশুদের হাতে ছবি আঁকার রং পেন্সিল তুলি, ইরেজার, সার্পনার ইত্যাদি তুলে দেওয়া হলো। এছাড়াও  ক্ষুদে পড়ুয়াদের শেখার জন্য  তুলে দেওয়া হল হাতে তৈরি করা বিভিন্ন ছবি আঁকা একটি বই। খুশি ক্ষুদেরাও, খুশি ঐ সংস্থার কর্মীরাও। এদিন  বাঁকুড়া জেলার আইলাকুন্দি   এলাকায় 70 টি  শিশুর হাতে এই ড্রয়িং সামগ্রী তুলে দেওয়া হল ।  ছোট শিশুদের গৃহবন্দি অবস্থায় যাতে করে তারা একটু আনন্দ পায় এবং মনের একঘেয়েমি দূর হয় সে কারনেই এই স্বেচ্ছাসেবী সংগঠনের এই বিশেষ উদ্যোগ । 
দেবারতী দাস নামে রাজনগর রেওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এক সদস্য বলেন ,  ছোট শিশুদের স্কুল বন্ধ তাই ওদের সময় কিভাবে কাটবে সেকারণেই তাদের হাতে রং পেন্সিল ড্রইং খাতা তুলে দেওয়া হয়েছে । তিনি বলেন  ড্রইং করলে  বাচ্চাদের মন  ভালো থাকবে  যেহেতু ওরা এখন ঘর বন্দী । তাদের এই উদ্যোগে অত্যন্ত খুশি ছোট ছোট শিশু গুলো ।

No comments