ব্যারাকপুর অঞ্চলে প্রায় ৪০০ জন দুঃস্থ মানুষের খাবারের আয়োজন করল ব্যারাকপুর কোর্টের আইনজীবিরা
সৌভিক সরকার, নিউজ অনলাইন: করোনার করাল ছায়া গ্রাস করেছে সারা বিশ্ব তথা সারা দেশ জুড়ে। আর এই করোনা পরিস্থিতিকে সমাল দিতেই চলছে লকডাউন। এই লকডাউনের জেড়ে সমস্যায় পড়েছেন দিন আনা খেটে খাওয়া মানুষজনেরা। তাদের এইসময় রোজগার সম্পূর্ণ বন্ধ। ফলে সেই সমস্ত মানুষ জনের কাছে খাবার পৌঁছে দিলেন, ব্যারাকপুর মহকুমা আদালতের সকল আইনজীবীরা। তারা আজ ব্যারাকপুর অঞ্চলে প্রায় ৪০০ জন দুঃস্থ মানুষ জনের খাওয়ানোর ব্যবস্থা করেন। আর এই সমস্তটাতেই আইনজীবীদের সাথে উপস্থিত ছিলেন, মুকুল পুত্র অর্থাৎ বীজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শুভ্রাংশু রায়।
No comments