রাজ্য সরকারের উদ্যোগে রাজস্থানের কোটা থেকে ফিরল বর্ধমানের ছাত্র ছাত্রীরা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: রাজস্থান এর কোটা থেকে ছাত্র ছাত্রীদের ফিরিয়ে এনে নিজ নিজ জেলায় পাঠানোর ব্যাবস্থা করলেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। প্রায় তিন দিন যাত্রার পর রাজস্থান সরকারের বাসে এসে পৌছালেন তারা। দক্ষিণ বঙ্গের পড়ুয়াদের জন্যে দুটি পয়েন্ট করা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। আসানসোল এবং দুর্গাপুর। এই পয়েন্ট দুটি থেকেই স্টেট বাস এ নিজের গন্তব্যস্থলে পৌঁছে যাবেন আটকে পড়া পড়ুয়ারা। সেইমতোই আজ বর্ধমান এসে পৌঁছান বেশ কিছু কোটার ছাত্রছাত্রী। নিজের বাড়ি ফিরতে পেরে সাধুবাদ জানান পশ্চিমবঙ্গ সরকার কে।
No comments