সমাজসেবি সেখ হালিমের উদ্যোগে পূর্ব বর্ধমানের সিমডাল মিলিকপারা এলাকায় দুঃস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন: সমাজসেবি সেখ হালিমের উদ্যোগে পূর্ব বর্ধমানের সিমডাল মিলিক পারা এলাকায় ৬৫০জন মানুষের মধ্যে খাদ্যসামগ্ৰি তুলে দেওয়া হলো আজ । শুধু আজই নয় লকডাউন শুরু থেকে প্রায় 15, 000 মানুষের হাতে তার নিজের উদ্যোগে বেশ কিছু খাদ্যসামগ্ৰি তুলে দিয়েছেন।আজ ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সমাজসেবি রবিন নন্দী ,সেখ ডালিম ,দেওয়ানদীঘি থানার মেজোবাবু সুব্রত মন্ডল ,উত্তরের বিধায়ক নিশিথ মালিক ,সেখ আজাদ রহমান,কাজল মোল্লা সহ অন্যান্যরা। এদিন হালিমবাবু জানান যতদিন এই লকডাউন চলবে ততদিন মানুষকে এই পরিষেবা দিয়ে যাব ।যেহেতু লকডাউনের সময়সীমা আবার বেড়েছে, আবার এখন চলছে মুসলিম সম্প্রদায়ের মাহে রমজান। এই রমজান মাসে মুসলিম এলাকাগুলোতে সিমুই লাচ্ছা সহ জামাকাপর প্রদান করবো বলে ও জানান তিনি। লকডাউন এর এ হেন পরিস্থিতিতে হালিম বাবুর মানবিক পরিচয়ে খুশি এলাকাবাসি।
No comments