বাড়ি ফেরার খুশিতে আনন্দে আত্মহারা আটকে পড়া শ্রমিকরা
কল্যাণ দত্ত, নিউজ অনলাইন:
লকডাউন এর রেস কাটিয়ে অবশেষে দীর্ঘ দেড় মাসেরও বেশী লকডাউন এর কারণে আটকে পড়ার পর, রাজ্যের মাটিতে পা রাখলেন ভিন রাজ্য থেকে আসা শ্রমিক রা । হায়দ্রাবাদ থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটি বাস এসে পৌঁছালো ইন্দাস থানায়। জানা যায় তারা সকলেই হোটেলের কাজে কর্মরত ছিলেন। বাঁকুড়া জেলার কোতুলপুর, ইন্দাস ,পাত্রসায়ের প্রভৃতি থানা এলাকার মোট 31 জন যাত্রী হায়দ্রাবাদ থেকে একটি বাসে করে বাঁকুড়ায় এসে পৌঁছান । এরপর তাদের নিজ নিজ থানায় পৌঁছে দেওয়া হয়। ইন্দাস থানা এলাকার মোট ২৮জন পরিযায়ী শ্রমিক হায়দ্রাবাদ থেকে ফিরে আসেন। শারীরিক চিকিৎসার জন্য ইন্দাস প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় এবং পরবর্তীতে তাদের বাড়িতে ১৪দিনের হোম কোয়ারেন্টাইন এ থাকার নির্দেশ দেওয়া হয় ইন্দাস থানার পক্ষ থেকে।
No comments